মেহেদী হাসান শিমুল

মেহেদী হাসান শিমুল ১৯৮৬ সালে প্রগতিশীল মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় স্থান পেয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আইন বিষয়ে অধ্যয়ন করেন।

ছাত্রাবস্থায় তিনি নিউ ন্যাশন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে, আল ফাতাহ পাবলিকেশন্স এর সম্পাদনা পরিষদের সদস্য ও সাইফুর’স এর খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। ২০১০ সালে তিনি রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে পূর্ণকালীন শিক্ষকতা শুরু করেন পরবর্তীতে মাইলস্টোন স্কুলের চালাবন শাখার প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ২০১৩ সালে তিনি বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরটিভিতে নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সালে জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মানব সম্পদ ও প্রশাসন হিসেবে আরটিভি ত্যাগ করেন। ২০১৬ সালে বাংলাদেশের জুয়েলারী সেক্টরে প্রথম ISO Certified কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ড এর হেড অব মিডিয়া ও মার্কেটিং হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালে বাংলা গোল্ড (প্রাঃ) লিমিটেড এর পরামর্শক হিসেবে নিয়োগ পান।

তিনি ২০১৭ সালে বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। বাজুসে চাকুরীকালীন সময়ে তিনি স্বর্ণ নীতিমালা, স্বর্ণ করমেলা, স্বর্ণ পরিশোধনাগার স্থাপন SOP, গোল্ড ডিলারশীপ কার্যক্রম এর সাথে সম্পৃক্ত হন। মূলত এই সময়ে তিনি বাজুসের জিএম হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, শুল্ক গোয়েন্দা, FBCCI, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), BSTI সহ বিভিন্ন গুরুত্ব মন্ত্রণালয়/দপ্তরের সাথে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাত, ভারত ও সৌদি আরবে গোল্ড ও ডায়মন্ড সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার ও মেলায় যোগদান করেন। তিনি সিঙ্গাপুর, রাশিয়া, লন্ডন, ভারত ও সুইজারল্যান্ড ভিত্তিক বিভিন্ন ওয়েবিনার ও ভার্চুয়াল কর্মশালায় অংশ গ্রহণ করেন।

তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি), FBCCI, Friedrich Naumann Foundation, ও বিডিজবস্ এর মতো প্রতিষ্ঠানে বেশ কিছু কোর্সে অংশ গ্রহণ করেন। তিনি BSTI এর Specification for Gold and Gold Alloys–Grades and Marking Committee (BDS 1515:2021) একজন সদস্য।

এ সব এর পাশাপাশি তিনি দৈনিক খোলা বাজার এর স্টাফ রির্পোটার, ডি নিউজ এর নির্বাহী সম্পাদক ও দৈনিক এশিয়ান মিরর এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি তার মেধা, মনন ও অভিজ্ঞতাকে পুঁজি করে “এশিয়ান জুয়েলারী হাউজ” এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং পার্টিনার হিসেবে কাজ করছেন। মূলত: আধুনিক গ্রাহক সেবা, মান সম্মত জুয়েলারী ও ক্রেতা বান্ধব ব্যবসা পরিচালনার জন্যই এটকম ইন্টারন্যাশনাল এর ব্যানারে এটা তার নিজস্ব উদ্যোগ। আপনাদের যে কোন পরামর্শের জন্য মেহেদী হাসান শিমুলকে ২৪/৭ 01711-843311 নম্বরে পাওয়া যাবে।

my cart

my account